Dr. Neem on Daraz
Victory Day

ভোলায় করোনা-উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে ৬ জন


আগামী নিউজ | মহিউদ্দিন ভোলা  প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৭:১৭ পিএম
ভোলায় করোনা-উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে ৬ জন

ফাইল ছবি

ভোলাঃ দ্বীপ জেলা ভোলায় করোনায় মৃত্যুর মিছিল দিন দিন  লাম্বা হচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এক নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুলাই) দুপুর তিনটা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে পাঁচজন করোনায় ও একজন উপসর্গে মারা গেছেন।

ভোলা হাসপাতালের সিভিল সার্জন সূত্রে এমন তথ্য জানা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১৭ নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৪৯ জনে।

এদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন। বর্তমানে আক্রান্ত আছেন দুই হাজার ৮৮ জন।

জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। বর্তমানে হাসপাতালটিতে ৮৮ জন রোগী চিকিৎসাধীন।  

সবাই কে স্বাস্থ্য বিধিমালা মেনে চলার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে